fbpx

আলোর উৎসবে প্রকাশ্যে নুসরাত-যশের ছেলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিপাবলীতে বড় ধরণের চমক দিলেন নুসরাত-যশ। প্রথমবারের মত প্রকাশ্যে আনলেন সন্তান ইশানের ছবি। নুসরাত তার ইস্টাগ্রামে এই ছবি প্রকাশ করেছেন।

এতে দেখা যায়, বেগুনি সিল্ক শাড়িতে ছিমছাম গয়নায় লবন্যময়ী নুসরাত। বুকের সাথে লেপ্টে আছে আদুরে ইশান। স্ত্রী ও সন্তানের সাথে একই রঙ্গের পাঞ্জাবী পরেছে যশও।  নুসরাত-যশের ঘরে যেন এবার দীপাবলীর আনন্দ দ্বিগুন হল।

নুসরাত যদিও ছেলে ইশানের মুখ ঢাকা ছবি দিয়েছেন। তবে নেটিজেনদের আশা পূর্ণ করেছেন যশ। তবে এই ছবিতে কেবল ইশানই নয়, রয়েছে যশের বড় ছেলেও। বৃহস্পতিবার রাতেই দু্‌ই ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যশ।

আলোর উৎসবে প্রকাশ্যে নুসরাত-যশের ছেলে

ছবি: সংগৃহীত

গেল ২৬ আগস্ট মা হন নুসরাত। এরপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে চলে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা।  কিছু দিন বাদে ছেলের বাবা হিসেবে যশের কথা জানান নুসরাত। এরপর তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন। নানা তির্যক মন্তব্যের পাশ কাটিয়ে ছেলেকে নিয়ে দিব্যি আছেন নুসরাত-যশ দম্পতি।

Advertisement
Share.

Leave A Reply