fbpx

জেমসের ক্যামেরার লেন্সে মুগ্ধতা ছড়ালেন মিথিলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নগর বাউল জেমস শুধু তুমুল জনপ্রিয় গায়কই নন, তিনি ফটোগ্রাফার হিসেবেও নিজের হাত পাকাচ্ছেন। প্রায়ই তিনি ফটোগ্রাফি করেন। ক্যামেরা হাতে সুনামও রয়েছে তার। তার ছবিতে দেখা গেছে জয়া আহসান, জেসিয়া ইসলাম, মারিয়া নূর সহ আরও অনেককেই। জেমসের ক্যামেরার লেন্সে জয়া আহসানের ছবি ঝড় তুলেছিলো। এবার সেই জেমসের ক্যামেরায় মুগ্ধতা ছড়ালেন রাফিয়াত রশিদ মিথিলা।

ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মিথিলা নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘ছবিটি তুলেছেন… আমি আবারও জোরে জোরে বলছি… তিনি আর কেউ নন, আমাদের নগরবাউল। বাংলা সংগীতের রকস্টার, জেমস ভাই।’

জানা গেছে, গত ১লা মার্চ মিথিলা কলকাতা যাওয়ার আগে জেমস এ ছবিটি তুলেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন জেমস গানের সাথে ছিলেন না। করোনার সময়ে ঘর বন্দী হয়েই সময় কাটিয়েছেন তিনি। সম্প্রতি জেমস করোনা টিকাও নিয়েছেন। কয়েকদিন আগেই একটি কনসার্টে অংশ নেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply