fbpx

ভালোবাসার পুরুষের সংখ্যা বাড়ছেই, বিস্ফোরক শ্রীলেখা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বয়স চল্লিশ পেরিয়ে গেলে কী হবে, ঠিক টিনেজ বয়সের মতই এখনও রোম্যান্টিক টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রীর দাবি, একজন পুরুষের মাঝে তিনি আর ভালোবাসার সকল গুণ খুঁজে পাচ্ছেন না।

শ্রীলেখা বলেন, ‘কারও চুমু খাওয়ার ভঙ্গি ভাল লাগে, কারও রোম্যান্টিক হাসি। কেউ হয়তো খুবই বুদ্ধিদীপ্ত। ফলে, এক এক করে ভালবাসার পুরুষের সংখ্যা বাড়ছেই। এটা ভাল লাগছে না।’

একমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে পুরুষের যাবতীয় গুণ খুঁজে পেয়েছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সৌমিত্র কাকুর পর এমন এক জনকেও দেখলাম না যার সঙ্গে উদ্দাম প্রেম সম্ভব।’

আরেকটি মন্তব্যে আরও বেশি বিস্ফোরক এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমার কাছে পুরুষের বয়স, ধর্ম কোনও বিষয় নয়। এজ নো বার, কাস্ট নো বার, সেক্স বারবার।’

এমনকি শ্রীলেখা মনে করেন, এই প্রজন্মে তেমন কোনো জোরালো প্রেমিক নেই যিনি এক দেখাতেই ভাসিয়ে নিয়ে যাবেন তাকে।

Advertisement
Share.

Leave A Reply