fbpx

ভিন্ন পথের পথিক রাজকুমার রাও

Pinterest LinkedIn Tumblr +

রাজকুমার রাও ক্যারিয়ার শুরু করেন ‘লাভ সেক্স অউর ধোঁকা’র মতো এক্সপেরিমেন্টাল সিনেমা দিয়ে। কঠিন চাড়াই-উৎড়াই পার করে নিজেকে নিয়ে এসেছেন আজকের অবস্থানে। 

ফ্লপের ধাক্কা খেয়েছেন, কিন্তু গতানুগতিকতা আঁকড়ে ধরেননি। বরং ভিন্নধারার ছবিতেই আস্থা রেখে গিয়েছেন সবসময়।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন ছাত্র রাজকুমার বলেন, ‘শুরুর দু’বছর হাতে কোনো টাকা ছিল না। বাড়ি থেকে টাকা চাইতে হত। তবে মা আমার উপরে আস্থা রেখেছাম। মায়ের কথাতেই মাটি কামড়ে পড়ে ছিলাম। পিছনে ফিরে তাকালে সবটাই সুররিয়াল মনে হয়।’

‘আলিগড়’, ‘শাহিদ’ এর অভিনেতা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি টাকা আর খ্যাতির পিছনে ছোটেন না। তার কাছে ভাল সিনেমাই শেষ কথা।

রাজকুমার রাও ভিন্ন ধারার কাজ দিয়েই নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করছেন যা দিয়ে তিনি বলিউড ইন্ডাস্ট্রির অনেক হিসেবনিকেশ বদলে দিয়েছেন।

Share.

Leave A Reply