fbpx

অক্সফোর্ডের টিকা আমদানির অনুমতি দিল ওষুধ প্রশাসন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে তারা এ সংক্রান্ত একটি অনাপত্তিপত্রও দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আইয়ুব হোসেন বলেন, ‘আমরা বেক্সিমকোকে এ টিকা আমদানির অনুমতি দিয়েছি। বাংলাদেশে এ টিকা আনতে আর কোনো বাধা নেই’।

টিকা আমদানির পর বেক্সিমকো তা সরকারের হাতে তুলে দেবে। এরপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান এই কর্মকর্তা।

ভারতে এই টিকা উৎপাদনের দায়িত্ব পেয়েছে সেরাম ইনস্টিটিউট। আর ভারতের সেরাম ইনস্টিটিউটের বাংলাদেশি অংশীদার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল।

বেক্সিমকো ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে করা চুক্তিতে উল্লেখ রয়েছে যে, স্থানীয় অনুমোদনের পর (বাংলাদেশ অনুমোদন দিলে) সেরাম ইনস্টিটিউট এক মাসের মধ্যেই প্রথম ধাপের ভ্যাকসিন সরবরাহ করবে।

এর আগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, টিকা আনতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমতি প্রয়োজন। যে কোনো ওষুধ বাংলাদেশে আমদানি, বিক্রি, স্টক বা মানুষের শরীরে প্রয়োগ করতে হলে ড্রাগ প্রশাসনের ডিজির কাছ থেকে অনুমোদন নিতে হয়। আমরা আজকে এর অনুমোদন দিয়েছি। তাদের কাছ থেকে আজকে দুপুরের মধ্যে চিঠি আসবে।

পরে সোমবার সন্ধ্যায় বাংলাদেশে করোনার টিকা আমদানির অনুমোদনের খবরটি নিশ্চিত হয়।

Advertisement
Share.

Leave A Reply