fbpx

অতনু তিয়াসের কবিতা ‘যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অতনু তিয়াস কবিতা লেখেন, গান বাঁধেন এবং গান করেন। জন্ম ২ জানুয়ারি, ময়মনসিংহ জেলার ঔটি গ্রামে। শৈশব কেটেছে পৈতৃক বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার লাউটিয়ায়। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সাহিত্যবিভাগে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি- রাংসার কলরোল (২০০৭), আমি অথবা অন্য কেউ (২০১৮)। প্রকাশ করেছে ঐতিহ্য। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে বেশকিছু গান রয়েছে। মানুষের ভালোবাসাই এই কবির কাছে পরম প্রার্থিত।

এক তা সাদা কাগজ আঁকিবুঁকি শেষে
আমাকে ঘুড্ডি বানিয়ে উড়িয়ে দিয়েছে
এক খামখেয়ালি কিশোর
সেই থেকে স্বপ্নেরা ওড়ে…

একদিন নাটাইঘুড়ি চাহিদার কাছে
বন্ধক রেখে নিরুদ্দেশ…

আজ নাটাই আপনার হাতে মাননীয় স্যার

আমাদের আকাশে নীল নেই
কালো কালো ধোঁয়ার কুণ্ডলী
আয়নমণ্ডল ঘিরে সিসা
শ্বাস নিতে কষ্ট হয় খুব!

সবুজ পাতা আঁকতে গিয়ে আমিও যেমন
বারবার এঁকে ফেলি কচকচে নোট, বাজার সওদা
একটু সচ্ছল জীবন।

চারপাশে আরো আরো ঘুড়ি
মাঞ্জাসুতায় সম্পর্ক কেটে দেয় কেউ!

এবংবিধ অনিশ্চয়তায়
ঘুড়িরা উড়তে ভুলে যায়।

অতএব বিনীত প্রার্থনা, স্যার
সুতাটা আরেকটু ছাড়ুন…

Advertisement
Share.

Leave A Reply