fbpx

অবশেষে লঙ্কান ফ্রাঞ্চাইজিকে পাশে পেলো সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে সমালোচনার পাশাপাশি এক প্রকার জীবনের উপর হুমকি চলে এসেছিলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। ম্যাথুসের ভাইয়ের পক্ষ থেকে সাকিবকে পাথর ছোঁড়ার হুমকি দিয়েছেন। কিন্তু তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’

অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’

অবশেষে লঙ্কান ফ্রাঞ্চাইজিকে পাশে পেলো সাকিব

সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ ক্রিকেটের আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন তো কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন।

Advertisement
Share.

Leave A Reply