fbpx

‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে কেউ যে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, জনগণের সম্পদ ও জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সবাইকে সতর্ক করে তিনি জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে।

১০ এপ্রিল শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেবার পর তিনি এ কথা বলেন।

‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান আইনমন্ত্রী।

এসময় টিকা নিলে এই করোনার তীব্রতা কমে যাবে জানিয়ে দেশের সকলকে টিকা নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply