fbpx

অস্ট্রেলিয়ায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার জরুরি বৈঠকে বসছেন শীর্ষ নেতারা। চলমান এই পরিস্থিতিকে ‘কঠিন সময়’ বলে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ।

দেশটির অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ ধারণা করছি ভাইরাসের অত্যন্ত ছোঁয়াচে ডেল্টা ধরন মহামারির নতুন একটা পর্বে প্রবেশ করেছে।‘

অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিডনি ও এর আশেপাশের এলাকায় চলমান লকডাউনের ভেতরই ১২৮ জনের শরীরে ভাইরাসের এই ধরনটি শনাক্ত হয়েছে। দেশটির নর্দান টেরিটোরি, কুইন্সল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথম দেশটির বিভিন্ন অংশে একই সাথে সংক্রমণ দেখা দিয়েছে।

সংক্রমণ বাড়ায় এরইমধ্যে সিডনি ও ডারউইনসহ চারটি রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা সিডনিতে। এখানে লকাডাউনের আওতায় ঘরবন্দি রয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। শুধু জরুরি প্রয়োজনেই বাইরে যাওয়ার অনুমতি মেলে তাদের।

Advertisement
Share.

Leave A Reply