fbpx

আউট ছিলেন না ম্যাথুস, দিলেন ৫ সেকেন্ডের প্রমাণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনো হয়নি সেটাই হলো গতকাল (সোমবার) দিল্লিতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ক্রিজে এসে দেরিতে বল ফেস করার জন্য টাইমড আউট হয়েছেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জলো ম্যাথুস। কিন্তু ম্যাথুজের মতে, তিনি আউট ছিলেন না। তার প্রমানও দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাচ শেষে ম্যাথুস সংবাদ সম্মেলনে জোর গলাতেই বলেছেন, ‘টাইমড আউট’ হওয়ার আগে নির্ধারিত দুই মিনিটের মধ্যেই তিনি ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। স্পষ্ট করে এ–ও বলেছেন, যখন তাঁর হেলমেটে সমস্যা দেখা দেয়, তখনো দুই মিনিট পার হতে ৫ সেকেন্ড বাকি ছিল। যথাযথ প্রমাণ তাঁর কাছে আছে।

সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর নিজের দাবির পক্ষে এক্সে (সাবেক টুইটার) দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন ম্যাথুস। বলেছেন, চতুর্থ আম্পায়ারের ভুল তথ্যের প্রমাণ এটি।

গতকাল দিল্লিতে ম্যাথুস টাইমড আউট হন শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে। এ নিয়ে তাৎক্ষণিকভাবে ক্রিকেট–বিশ্বে তুমুল আলোচনা শুরু হওয়ার পর ইনিংস বিরতিতে আউটের ব্যাখ্যা দেন চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক।

তিনি জানান, সর্বশেষ ব্যাটসম্যান আউট হওয়ার পর থেকে ম্যাথুসের হেলমেটে সমস্যা দেখা দেওয়ার মাঝে দুই মিনিট পার হয়ে গিয়েছিল। আইন অনুযায়ী, প্রতিপক্ষ অধিনায়ক আবেদন করলে ব্যাটসম্যান ওই সময় আউট হয়ে যান। ম্যাথুসের ক্ষেত্রে এটাই ঘটেছে।

আউট ছিলেন না ম্যাথুস, দিলেন ৫ সেকেন্ডের প্রমাণ

এক্সে আম্পায়ারের এ বক্তব্যের ভিডিওতে মন্তব্য করে প্রতিবাদ জানিয়েছেন ম্যাথুস। তিনি লিখেছেন, ‘চতুর্থ আম্পায়ার ভুল বলেছেন। ভিডিও প্রমাণ বলছে, হেলমেট খুলে ফেলার পরও ৫ সেকেন্ড বাকি ছিল। চতুর্থ আম্পায়ার কি অনুগ্রহ করে সংশোধন করবেন? আমি বলতে চাচ্ছি, নিরাপত্তা সবার আগে, আমি তো হেলমেট ছাড়া একজন বোলারের মুখোমুখি হতে পারি না।’

এ মন্তব্যের চার মিনিট পর পাশাপাশি জোড়া লাগানো দুটি ছবি পোস্ট করেন ম্যাথুস। যেখানে ম্যাথুস নামার আগে সাদিরা সামারাবিক্রমার ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। ছবির ওপরের অংশে থাকা ঘড়িতে সময় ৩টা ৪৮ মিনিট ৫০ সেকেন্ড। পরের ছবিটি ম্যাথুসের হেলমেট খোলার চেষ্টার, সময় ৩টা ৫০ মিনিট ৪৫ সেকেন্ড।

এই ছবির সঙ্গে ম্যাথুস লিখেছেন, ‘প্রমাণ! ক্যাচ নেওয়ার সময় এবং হেলমেটের স্ট্র্যাপ ছুটে যাওয়ার সময়।’

Advertisement
Share.

Leave A Reply