fbpx

আগাম জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুরু হচ্ছে শুনানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্ট বিভাগে আবারও শুরু হচ্ছে আগাম জামিন আবেদনের ওপর শুনানি।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে আগামী ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন (নতুন মামলা) বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

উল্লেখ্য, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ গত ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। এরপর ১১ আগস্ট থেকে আবারও সবকিছু খুলে দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply