fbpx

আজ ও কাল গ্যাস স্বল্পতা থাকবে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ ও এর আশপাশের এলাকায় আজ ও কাল গ্যাসের চাপ বেশ কম থাকবে। বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জে গ্যাসের পাইপলাইনে কাজ করার জন্য এই সংকট হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ শনিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে কাল রবিবার (১১ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত গ্যাসের এই অবস্থা থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) গ্যাসলাইনে কাজ করার কারণেই গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। এছাড়া, বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, হরিপুর টিবিএস ও লাঙ্গলবন্দ ভালভ স্টেশনে গ্যাস পার্জিংয়ের সময় বিকট শব্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই শব্দে যেন আশপাশের মানুষ আতঙ্কিত না হন, সেজন্য কর্তৃপক্ষ সকলকে অনুরোধ জানিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply