fbpx

আফগানিস্তানে বিস্ফোরণে ১৫ শিশু নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ১৫ শিশু। আহত হয়েছে আরও ২০ জন। তাদের অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম বলছে, মটরচালিত একটি রিকশার পেছনে এই বোমা বিস্ফোরিত হয়। তবে স্থানীয় বাসিন্দারা জানান, শিশুরা অবিস্ফোরিত একটি বোমা এক লোকের কাছে বিক্রির চেষ্টা করছিল। এই সময় এটি বিস্ফোরিত হয়। তবে শিশুরা কিভাবে বিস্ফোরণটি পেল সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তবে বিস্ফোরণের জন্য জঙ্গি গোষ্ঠী তালেবানকেই দায়ী করেছে পুলিশ। আর তালেবানের পক্ষ থেকে একে নিছক দুর্ঘটনা বলে জানানো হয়েছে।

বিস্ফোরণের সময় কাছেই একটি কোরান পাঠের অনুষ্ঠান হচ্ছিল।

আফগান সরকার ও তালেবানদের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে হামলা-সহিংসতার পরিমাণ অনেক বেড়ে গেছে।

Advertisement
Share.

Leave A Reply