fbpx

আবদুল্লাহ আল ফুয়াদের কবিতা ‘উষ্ণতার উপাখ্যান’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি আব্দুল্লাহ আল ফুয়াদ ১৯৮৪ সালের ২৩ আগস্ট বরিশালের পিরোজপুর জেলায় জন্মগ্রহন করেন। তবে শৈশব থেকে আজ অবধি তার বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। তিনি দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী। পেশায় ব্যাংকার এই কবি মনে করেন, জীবনকে অন্যভাবে দেখবার নিজস্ব চিন্তা চেতনাই তার কাব্যের মূল উৎস। তার ‘উষ্ণতার উপাখ্যান’ কবিতাটি লিখেছেন বিবিএস বাংলা’র পাঠকদের জন্য।

আজন্ম বিবাগী আমি, ফেরার নিরন্তরী
নেই কোনো হারানোর ভয়
বৃথা গেলো পঙ্কিল প্রেমবাঁশরী।

আমার চলাচলে ক্ষান্ত প্রখর দিনমনি
উষ্ণতায় ধ্বংস হলো হিমশীতল হাতছানি।

এই নিষ্ঠুর বসুধার বলয়কে করিনি পরোয়া
অবজ্ঞা করেছি স্বপ্নচারিণীর রঙ্গময় আলেয়া।

মরুভূমির মরীচিকায় থমকে থাকেনি মনময়ূরী
ধুলিঝড়ের প্রতিটি কনা, আমায় করেছে অশরীরী।

নিশাচর আমি তাই সঙ্গী রাত্রির আঁধার
যদিও প্রভাত আলো ডেকে যায় বারেবার।

চির সবুজের সন্ধানে আগুয়ান আমি
আমৃত্যু ছোটাছুটি গন্তব্যের পানে,
চির মায়াহীন পিছুটানের সাক্ষী আমি
ফিরব না কোনো ভ্রান্ত সুখের প্রলোভনে।

Advertisement
Share.

Leave A Reply