fbpx

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া। সিউলের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই পরীক্ষা চালানো হয়েছে বলেই মনে করছে দক্ষিণ কোরিয়া।

শনিবার জাপানও পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার পৌঁছানোর পাশাপাশি ৩০০ কিলোমিটার দূরত্বে গেছে।

পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ এই অঞ্চলের জন্য ‘হুমকি’ ও অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবো কিমি। শনিবার সকালে সুনান এলাকা থেকে পূর্ব সাগরে উৎক্ষেপন করা একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে বলেও জানান তিনি।

তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছর জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

Advertisement
Share.

Leave A Reply