fbpx

আমি অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত: মোস্তফা সরয়ার ফারুকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেন্সরে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। কম জল ঘোলা হয়নি এই সিনেমা নিয়ে। কিন্তু এখনও সেন্সরশীপ দেওয়া হয়নি সিনেমাটিকে। নির্মাতার সাথে সাথে মিডিয়ার অনেকেই ‘শনিবার বিকেল’ এর সেন্সরশীপের ব্যাপারে মুখ খুলতে দেখা গিয়েছে। ফারুকী নিজেও বিভিন্ন সময়ে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ক্যামেরার সামনে। এবার তিনি রীতিমত ক্ষুব্ধ হলেন।

ফারুকী ২ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন, ‘আপনারা দেখছেন আমি কতোটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি। কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রন করতে পারলাম না! হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি “ফারাজ” দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার ছবিটা শেষ করে প্রিমিয়ার করতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন। একই সঙ্গে আমি একজন বাংলাদেশী ফিল্মমেকার হিসাবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রে করা হয় নাই, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো। আমি কাকে অভিসম্পাত দিবো? কাকে? কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।‘

Advertisement
Share.

Leave A Reply