fbpx

আরও ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর কোরিয়া স্বল্প দূরত্বের আরও ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ফিলিপাইন সাগরে যৌথ মহড়া শেষ করার এক দিন পরেই এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দাবি, রাজধানী পিয়ংইয়ং-এর সুনান এলাকা থেকে রবিবার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করেছে।

এ নিয়ে চলতি বছর ১৮ বারের মত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গেল পাঁচ বছরে দেশটি একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

কিছু দিন পরপরই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ২০০৬ সাল থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থায়ন বন্ধের জন্য জাতিসংঘও ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে সব কিছু উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

Advertisement
Share.

Leave A Reply