fbpx

ইউক্রেনে রুশ হামলার শততম দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রাশিয়ার হামলার ১০০ তম দিন আজ। গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

দুই দেশের চলমান পরিস্থিতিতে নেটো জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ পশ্চিমা দেশগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দিন দিনই ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ‘বিক্ষোভের যুদ্ধ’ হয়ে উঠছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

এর মধ্যে রাশিয়া পূর্ব ডনবাস অঞ্চলে ‘কৌশলগত সাফল্য’ অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা বাহিনীর দাবি, ডনবাস নিয়ন্ত্রণ নিতে মস্কোর বড় ধরনের মূল্য দিতে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনী দেশটির ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।’

এখনও দেশটির মূল পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে লড়াই চলছে। সেটিও মূলত রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণেই রয়েছে।
সেভেরোদোনেৎস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার অর্থ রাশিয়া প্রায় লুহানস্ককে নিয়ন্ত্রণ করে।

Advertisement
Share.

Leave A Reply