fbpx

ইউক্রেনে রুশ হামলায় হতাহত সাড়ে তিন হাজার মানুষ : জাতিসংঘ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনে প্রায় সাড়ে তিন হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ তথ্য দিয়েছে।

সংস্থাটি জানায়, এর মধ্যে নিহত হয়েছে এক হাজার ৪শ জনেরও বেশি। আর আহত হয়েছে দুই হাজারেরও বেশি।
একটি রক্ষণশীল হিসাব থেকে এই হিসাব পাওয়া গেছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি বলেই মনে করছে জাতিসংঘ।

সবচেয়ে বেশি হতাহত হয়েছে, পূর্বাঞ্চলের দোনেৎস্কো ও লুহানস্ক এলাকায়। এরই মধ্যে এই দুটি স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। তিনি বলেন, ‘পুরো জাতি ও জনগণকে নির্মূল’ করার চেষ্টা করছে রাশিয়া।

Advertisement
Share.

Leave A Reply