fbpx

ইনজুরিতে শেষ তামিম ইকবালের এভারেস্ট প্রিমিয়ার লিগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাত্রই পায়ের চোট থেকে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন, ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়ার জন্য নেপালে খেলতে গিয়েছিলেন এভারেস্ট প্রিমিয়ার লিগ। কিন্তু সেখানে আবারো চোটে পড়েছেন তামিম ইকবাল। আঙ্গুলের এই চোটে টুর্নামেন্টটাই শেষ হয়ে গেছে দেশসেরা ওপেনারের জন্য। ইতোমধ্যেই বৃহস্পতিবার সকালে দেশে ফিরে এসেছেন তিনি।

চোটের ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তামিম নিজেই। বুধবার ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে কাঠমান্ডু কিংসের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। সেই ম্যাচেই বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান তিনি। তামিম জানিয়েছেন, সেরে উঠতে সময় লাগবে অন্তত চার সপ্তাহ।

“কাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলাম, আঙ্গুল ফুলে গিয়েছিলো। আজ দেশে ফিরে স্ক্যান করিয়েছি। সেখানে চিড় ধরা পড়েছে। ঠিক হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে”- তামিম ইকবাল

এভারেস্ট প্রিমিয়ার লিগে ব্যাট হাতে অবশ্য ভালো সময় যায়নি তামিমের। ৫টি ম্যাচ খেললেও বড় রান করতে পারেননি একটিতেও; এমনকি ‘টি-টোয়েন্টিসুলভ’ ইনিংসও খেলতে পেরেছেন মাত্র একটিই। ৪ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে যথাক্রমে করেছেন ১২, ১৪, ৪০ ও ৯ রান।

Advertisement
Share.

Leave A Reply