fbpx

ইনজুরিতে সাকিব, বিশ্বকাপের প্রথম ম্যাচেও শঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ শুক্রবার একদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। অপরদিকে জানা গেছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইঞ্জুরির খবর। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অধিনায়ক।

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলের জন্য এসেছে বড় দুঃসংবাদ। এই ব্যথার কারণে আজ খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচও।

সাকিবের বদলে প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। মাঠের অধিনায়কত্বও তিনিই করছেন। যদিও সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

তবে জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব। তার পা ফুলে গেছে। এই ব্যথা থেকে সম্পূর্ন সেড়ে না উঠতে পারলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও শঙ্কায় থাকবেন তিনি।

শুক্রবার গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর পহেলা অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে টাইগাররা।

৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply