fbpx

ইরান-ইসরায়েল সংঘাতে দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তিতে বাণিজ্য প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তিতে আছেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তি ছিল। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাব বাজারে পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবিলা করতে হবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, সীমিত সামর্থ্য নিয়ে দেশে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ফলাফল বা কৃতিত্বলাভের জন্য কাজ করি না, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে চলছি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামনে বাজেট, কিভাবে বাজেটে সহায়তা করতে পারি, সেটা নিয়ে কাজ করব।

সারা বছর পণ্যের নিরবচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করতে চায় সরকার জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া হবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি মানুষকে সহায়তা করে যাচ্ছে সরকার।

Advertisement
Share.

Leave A Reply