fbpx

ইসরাইলি কারা হেফাজতে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরাইলি কারা হেফাজতে এক ফিলিস্তিনি মারা গেছেন। মঙ্গলবার সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৯ বছর বয়সী সামি উমর।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, উমরের চিকিৎসায় অবহেলা করেছিল ইসরাইল। ২০০৮ সাল থেকে ইসরাইলি কারাগারে বন্দি ছিলেন তিনি। তার জন্মগত ভাবেই হৃদযন্ত্রে সমস্যা ছিল। বন্দি অবস্থায় কঠিন পরিস্থির জেরে তার শারিরীক অবস্থা আরও খারপ হয়।

ফিলিস্তিনি কারা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম আল- জাজিরা জানিয়েছে,’ তাকে নিয়মিত ওষুধ দেয়া হত না। স্বাস্থ্য পরীক্ষাও করা হত না। কয়েকদিন আগেই তার একটি অপারেশন হয়। সেখানে শারিরীক অবস্থা আবনতি হওয়ায় নাফাহা কারাগার থেকে আস্কালান কারাগারে তাকে হস্তান্তর করা হয়। একেবারে মুমূর্ষু অবস্থায় তাকে সোরোকা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, পাঁচশরও বেশি বন্দি ইসরাইলি কারাগারে শারীরিক অসুস্থতা নিয়ে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্ত রোগীও রয়েছেন।

ইসরাইলের কারাগারে দুইশ শিশুসহ সাড়ে চার হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে। বিচার বহির্ভুত ভাবেই ৫২০ জন প্রশাসনিক কর্মকর্তাকে বন্দি রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply