fbpx

ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি তরুণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। ইসরাইলের দাবি, পূর্ব জেরুজালেমে তাদের দুই সদস্যকে ছুরিকাঘাত করেছে ওই কিশোর। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রবিবার ভোরে বাব হুট্টা এলাকায় এই ঘটনা হয়। বিখ্যাত আল-আকসা মসজিদের একটি প্রবেশ দ্বার রয়েছে এখানে।

নিহতের পরিচয় শনাক্ত করেছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। ১৯ বছর বয়সী এই তরুণের নাম করিম জামাল আল কওয়াসমি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

করিম জামাল পূর্ব জেরুজালেমের আল টুর এলাকার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর কিছু সময় পরই, এই এলাকায় অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী তার মা ও ভাইকে আটক করে।

চলতি মাসের প্রথম দিনই, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর আলাদা আলাদা হামলায় নিহত হয়েছে তিন জন ফিলিস্তিনি।

Advertisement
Share.

Leave A Reply