fbpx

ইসরায়েলের হামলায় গাজার আশ্রয়শিবিরে নিহত ৫১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরায়েলের বোমা হামলায় গাজার মাগাজি আশ্রয়শিবিরে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গত শনিবার রাতে হওয়া এ হামলায় আহত হয়েছেন ৭০ জনের উপরে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে ওয়াফার এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

আল কিদরা আরও বলেন, হাসপাতালের জরুরি ওয়ার্ডে আর জায়গা না থাকায় গুরুতর আহত কয়েকজনকে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় মাগাজির অবস্থান।

ইসরায়েল বলছে, তারা শুধু হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়নি। হামাসকে জঙ্গি হিসেবে উল্লেখ করে ইসরায়েল অভিযোগ করেছে, স্থানীয় বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply