fbpx

ঈদের ছুটির ৫দিনে পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ১৫ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবার ঈদে ৯ থেকে ১৩ এপ্রিল মোট পাঁচদিনের ছুটিতে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা।

সোমবার (১৫ এপ্রিল) সেতু বিভাগ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে ঈদের ছুটিতে পদ্মা সেতু হয়ে যানবাহন পারাপার হয়েছে ৪৬ হাজার ৫৫৩টি। সেতু বিভাগের তথ্যমতে গত বছরের তুলনায় এবারের ঈদে যানবাহন পারাপার কমেছে। সেই সঙ্গে কমেছে টোল আদায়ের পরিমাণও।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের সময় ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৭৭৮টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছিল ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৫৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল মাওয়া প্রান্ত দিয়ে ৩০,৩৩০টি, ১০ এপ্রিল ১৭,৫০৫টি, ১১ এপ্রিল ১১,১৯৪টি, ১২ এপ্রিল ১৫,৮৮৩টি এবং ১৩ এপ্রিল ১২,৮৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে এ পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।

জাজিরা প্রান্ত দিয়ে পাঁচ দিনে যথাক্রমে ১৪,৮৭৪টি, ৮,৫১০টি, ৭,৪৬৫টি, ১২,১০০টি এবং ১৫,৫৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে মোট ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

Advertisement
Share.

Leave A Reply