fbpx

উৎপাদনে ফিরলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কয়লা সংকটের কারণে এতদিন বন্ধ ছিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। ২৩ দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে উৎপাদন। মঙ্গলবার (১৬ মে) রাত ৯ টা ১০ মিনিটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়।

এর আগে গত ২৪ এপ্রিল থেকে কয়লা সংকটের কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ ছিল।

পুনরায় উৎপাদন শুরু হওয়ার ফলে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটি। কিন্তু আমদানি করা কয়লার সংকটের কারণে বারবার হোঁচট খাচ্ছে উৎপাদন কেন্দ্রটি।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন হয়েছে। ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা গ্রিডে দেওয়া হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসি’র চাহিদামাফিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে বাড়ানো হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রে সারা বছর উৎপাদন চলমান রাখতে পারলে তা দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

Advertisement
Share.

Leave A Reply