fbpx

ঋণ খেলাপির অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঋণ খেলাপির অভিযোগে মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন।

মনোনয়ন বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ঋণখেলাপির অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জানা গেছে, যাচাই বাছাই শেষে মুন্সীগঞ্জ-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এসময় মাহি বি চৌধুরীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন তিনি।

মাহি বি চৌধুরী এ আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারা থেকে মুন্সিগঞ্জ-১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মুন্সিগঞ্জ-১ আসনে বৈধ মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, জাতীয় পার্টির অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও তৃণমূল বিএনপির অন্তরা হুদা।

Advertisement
Share.

Leave A Reply