fbpx

একদিনের ব্যবধানে আবারও সমুদ্রে ভেসে এলো মৃত তিমি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চব্বিশ ঘণ্টা পার না হতেই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরেকটি মৃত তিমি। শনিবার (১০ এপ্রিল) সকালে কক্সবাজারের দরিয়ানগরের পাড়ে জোয়ারের পানিতে এটি ভেসে আসে। এই তিমির ওজন দুই থেকে আড়াই টন হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় জেলে ও বাসিন্দারা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ সমুদ্রপাড়ে মৃত তিমি ভেসে আসার খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে সৈকতের হিমছড়ি এলাকায় আড়াই টন ওজনের যে তিমি মাছটি ভেসে এসেছিল, ঠিক তার দক্ষিণে নতুন তিমিটি ভেসে এসেছে। এটার ওজনও আগেরটির মতো হতে পারে।জোয়ারের পানি সরে গেলে পুরো তিমিটি দৃশ্যমান হবে। তখন ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের স্থানীয় জেলে কামাল উদ্দিন (৫০) জানান, তিনি সকাল সাড়ে আটটার দিকে সমুদ্রে মাছ ধরতে নামলে হঠাৎ দেখেন বিশাল একটি তিমি ভেসে আসছে। পরে সেটি দরিয়ানগর সৈকতে ভিড়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুটি তিমিই একই প্রজাতির। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের ধাক্কা বা বিষাক্ত বর্জ্য খেয়ে ফেলার কারণেও তিমির মৃত্যু হতে পারে। মৃত তিমির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply