fbpx

এখনই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত এখনই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরলেই দেশেও তেলের দাম কমানো হবে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী বলেন, বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে, তা আবার কালকেই ১২০ ডলারে উঠে যেতে সময় লাগবে না। সুতরাং জ্বালানির দাম আমাদের একটু বুঝে শুনে নির্ধারণ করতে হবে।

জ্বালানিতে দুর্নীতি হচ্ছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গত একযুগে দেশের বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়ন মেনে নিতে পারছে না বিএনপি। ফলে দুর্নীতির অভিযোগ তুলে কমিশন গঠন করেছে তারা। কারো কাছে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে দুর্নীতি দমন কমিশনের কাছে সে কাগজপত্র জমা দিতে পারে। বর্তমানে শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বিএনপি এ অর্জনটি মেনে নিতে পারছে না।

Advertisement
Share.

Leave A Reply