fbpx

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তবে এ ঘটনাকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।

কেম সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। আদালতের নির্দেশ মতে, কেম সোখা ২৭ বছর গৃহবন্দী থাকবেন। শুধু তাই না, রাজনীতি ও নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধও থাকবেন তিনি। ফলে আসছে জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে পারবেন না কেম সোখা।

বর্তমান সরকারকে হটাতে বিদেশীদের সাথে হাত মিলিয়েছেন কেম সোখা- এমনটাই অভিযোগ আদালতের, তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কেম সোখা।

২০১৭ সালের সেপ্টেম্বরে এক রাতে অভিযান চালিয়ে পরোয়ানা ছাড়াই কেম সোখাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে তার নেতৃত্বাধীন সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।

Advertisement
Share.

Leave A Reply