fbpx

করোনাভাইরাসে সংক্রমিত আরো ১৭ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে আরও ১ হাজার ৩১৮ জন রোগী। আর এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জনের। গতকালের চেয়ে আজ করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৫ লাখ ৩ হাজার ৫০১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩২৯ জনের। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে, ১ হাজার ৩১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৫২ জন কম শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৬৪ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৫ জন। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২১ শতাংশ বেশি।

Advertisement
Share.

Leave A Reply