fbpx

করোনার হানায় স্থগিত এশিয়ান গেমস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনে বেড়েছে করোনার প্রকোপ; দেশটিতে সরকারিভাবে আরোপ করা হয়েছে বিধিনিষেধও। যার প্রভাব পড়েছে এশিয়ান গেমস আয়োজনে। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার দুই হাজার বাইশের আয়োজক ছিল চীন; তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনার কারণে স্থগিত করা হয়েছে এশিয়ান গেমসের ১৯তম আসর।

চীনে অতীতে দুইবার; ১৯৯০ সালে চীনের বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। চলমান বছর হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসের এই আসর অনুষ্ঠিত হবার কথা ছিল।

করোনার নতুন ঢেউয়ে চীন বিপর্যস্ত। যে কয়েকটি শহরে করোনা আবার ভয়াবহ রূপ নিয়েছে তার মধ্যে সাংহাই অন্যতম। আর এশিয়ান গেমস দুই হাজার বাইশের আয়োজক হাংঝু সাংহাইয়ের কাছের একটি শহর। করোনা প্রকোপ বেড়েছে সেখানেও। যার ফলে আপাতত স্থগিত করা হয়েছে চীনে অনুষ্ঠিতব্য ২০২২ এশিয়ান গেমস।

Advertisement
Share.

Leave A Reply