fbpx

করোনায় আক্রান্ত সোহানসহ বরিশালের তিনজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। কিন্তু একাদশে নেই নুরুল হাসান সোহান, মুনিম শাহরিয়ার। ডাগআউটেও কোথাও দেখা মেলেনি নাজমুল আবেদিন ফাহিমের। তিনজনই হয়েছেন করোনায় আক্রান্ত, আছেন আইসোলেশনে।

১৭ জানুয়ারির পরীক্ষায় করোনা পজিটিভ আসে সোহানের, ১৮ তারিখে নাজমুল আবেদিন ফাহিম এবং মুনিমের। সোহানের পরবর্তী করোনা টেস্ট হবে শনিবার, বাকি দুজনেরটা এখনও জানা যায়নি।

সোহান, শাহরিয়ার একাদশে না থাকলেও বরিশাল অবশ্য করেছে দুর্দান্তু শুরু। এই প্রতিবেদন লেখা অব্দি ১২ ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ৫ উইকেটে ৫৭; ১০ রানে ব্যাটিং করছেন শামিম হোসেন, নাঈম হাসান নিয়েছেন ২ উইকেট।

তথ্যসূত্র: অলরাউন্ডার

Advertisement
Share.

Leave A Reply