fbpx

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, চার মাসে সর্বোচ্চ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা একলাফে বেড়ে ১২তে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এই মৃত্যু হয়েছে। এ সময় ২ হাজার ২৮৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল দু’জনের। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জনের।

গত ৫ মার্চের পর করোনায় একদিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। ওই দিন ১৩ জনের মৃত্যু হয়েছিল।

টানা চার দিন দৈনিক শনাক্ত দুই হাজারের ওপরে থাকার পর তিন দিন ধরে শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে ছিল। গত ২৪ ঘণ্টায় তা দুই হাজার ছাড়াল। এ সময় করোনা শনাক্তের হারও বেড়েছে।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরনকারী ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। বাকি তিনজন চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগের।

সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। আর মারা গেছেন ২৯ হাজার ১৭৪ জন।

Advertisement
Share.

Leave A Reply