fbpx

করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ায় ভয়াবহভাবে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে মোট জনসংখ্যা ২০ কোটি ৭০ লাখ। গেল সপ্তাহ পর্যন্ত তার মধ্যে ২০ লাখেরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

আক্রান্তদের ৭৫ ভাগই রাজধানী জাকার্তার বাসিন্দা। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে,রোগীদের জরুরি সেবায় হাসপাতালের বাইরে অস্থায়ী তাবুতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরমধ্যেই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পরিস্থিতিকে আরও শঙ্কার মুখে ফেলে দিয়েছে। মধ্য জাভার কয়েকজনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টে শনাক্ত হওয়ার পর এখানের বেশ কিছু এলকায় লডডাউন দেওয়া হয়েছে।

উত্তর সুমাত্রা প্রদেশের চিকিৎসক ইনকি নাদিয়া ডি লুবিস জানান, গত ছয় মাসে এখানে অন্তত ১৮শ শিশু করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪ জন মারা গেছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, দেশটি এখন ‘অস্বাভাবিক পরিস্থি’র মধ্যে দিয়ে যাচ্ছে। এ অবস্থায় দ্রুত সঠিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

চলমান করোনা মাহামিরিতে দেশটির প্রায় এক হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন। তার মধ্যে ৪০১ জনই চিকিৎসক। দেশটির মেডিক্যাল অ্যাসোসিয়েশন শুক্রবার এই তথ্য দিয়েছে।

শঙ্কার বিষয় হচ্ছে, চলতি মাসে ভ্যাকসিন দেওয়া তিনশরও বেশি চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৩শরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply