fbpx

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়ছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে বর্তমানে মহামারি করোনাভাইরাস আবার আতঙ্কের বিষয়। পাশাপাশি আরেক আতঙ্কের নাম করোনার নতুন ধরন ওমিক্রন- ওমিক্রন-২। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর অন্তত ৪৪ টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশও দেশটির সাথে যোগাযোগ বন্ধ করেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বিগত দিনের তুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবার বাড়ছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ০৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৯৮৭ জন।

৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ১৯৬ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪  জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪.৮৬ শতাংশ।

 

Advertisement
Share.

Leave A Reply