fbpx

করোনায় মৃত্যু ৬৩, শনাক্ত ৭,৪৬২ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ গেলো আরও ৬৩ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে মোট ৯৫৮৪ জনের।

গতকাল ছিলো দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৭৪ জন এবং বুধবার সর্বোচ্চ শনাক্ত রেকর্ড করা হয় ৭ হাজার ৬২৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে ৩১ হাজার ৬৫৪ নমুনা পরিক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৬২ জনের দেহে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ শতাংশেরও বেশি। এনিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ জন।

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। বাসায় ও হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আবারো বেড়ে যাওয়ায়, আগামি ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement
Share.

Leave A Reply