fbpx

করোনায় শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ২৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। এ ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯৩২ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন রোগী।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের করোনা পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল থেকে মৃত্যুর সংখ্যা আজ আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীসহ দেশে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ১০ হাজার ৮০ জন। আর এখন পর্যন্ত করোনাতে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ দেশে ১২ হাজার ৬১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply