fbpx

করোনা কেড়ে নিলো আরও ৩১ জনের প্রাণ, আক্রান্ত ১২৯০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ গেল আরও ৩১ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ১২ হাজার ৭৬ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ১৩ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯০ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জন।

বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিনে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৭০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপরের বছর ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ই মার্চ।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আবারও লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সরকার। ১৬ই মে রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে লকডাউনের সব রকমের বিধি নিষেধ।

Advertisement
Share.

Leave A Reply