fbpx

কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যায় ২১ জনের বিরুদ্ধে মামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল ২৩ নভেম্বর (মঙ্গলবার) রাতে সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে মাদক ব্যবসায়ী শাহ আলমকে। এছাড়া নামীয় ১১ জনসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।

মামালার এজাহারে উল্লেখ করা হয়েছে, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এসব সন্ত্রাসীরা বহু মামলার আসামি।

গত সোমবার নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করা হয় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে। ওই  ঘটনায় গুলিবিদ্ধ আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা শঙ্কামুক্ত।

সোহেল ২০১২ ও ২০১৭ সালে  কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র হন। এছাড়া সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তবে সোহেল হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।

Advertisement
Share.

Leave A Reply