fbpx

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশনসহ পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। ভোট শেষে আজ বুধবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনো একজন–দুজন ভোটার বলেছেন, তাঁদের অসুবিধা হচ্ছিল।

কুমিল্লা সিটি নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কুমিল্লার দুটি কেন্দ্রে বৃষ্টির কারণে একটু বিঘ্ন ঘটেছে। বাকি কেন্দ্রগুলোতে কমবেশি ৬০ শতাংশ ভোট পড়েছে।

আজকে দু-একটি জায়গায় ভোটকক্ষে ডাকাত দেখা গেছে। এ রকম খবর আপনারা পেয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা এ রকম কিছু পাইনি।’

ইভিএম-এ ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি বলেন, ‘তবে কেউ কেউ বলেছেন, তাঁদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ করেছি, যাঁরা একটু বয়োবৃদ্ধ, তাঁদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।’

দায়িত্ব নেওয়ার পর এটি আপনাদের প্রথম পরীক্ষা, এতে কোন ‘ক্লাস’ পেলেন বলে মনে করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আপনারাই ঠিক করবেন। আমরা মূল্যায়ন করতে পারব না। আমি বলব আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।

তিনি আরও বলেন, আগে থেকেই আমরা স্বচ্ছ নির্বাচন করার কথা বলেছিলাম। সেজন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দিয়েছি। পর্যবেক্ষকরাও তাদের দায়িত্ব পালন করেছেন। প্রবলভাবে কোনো অভিযোগ পাইনি। তবে বৃষ্টির কারণে ভোটগ্রহণে ধীরগতি ছিল।

Advertisement
Share.

Leave A Reply