fbpx

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

উপজেলার কয়া কলেজের সামনে অবস্থিত এ ভাস্কর্যটি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজয়ের এই মাসে গেল ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এ নিয়ে একই জেলায় দুইটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটলো।

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির কয়াগ্রামে (বর্তমানে কুষ্টিয়ায়) জন্মগ্রহণ করেন।

ভারতে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেসময় বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা ছিলেন বাঘা যতীন।

প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন ‍আগে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রশিক্ষণ নেন।

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের ষড়যন্ত্র বলে পরিচিত ‘জার্মান প্লট’ তারই মস্তিস্কপ্রসূত। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখযুদ্ধে উড়িষ্যায় তিনি গুরুতর আহত হন এবং মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Advertisement
Share.

Leave A Reply