fbpx

গণভবন থেকেই নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়েছে: রিজভী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণভবন থেকে পাঠানো ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা, এমনটাই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৯ জানুয়ারি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

চসিক নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল উল্লেখ করে রিজভী বলেন, ‘বন্দর নগরের ৭৮ শতাংশের বেশি ভোটার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নির্বাচন শেষ হওয়ার ১০ ঘণ্টা পরে রাত পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তা গণভবন থেকে পাঠানো ফলাফল ঘোষণা করেছেন। অথচ ইলেকট্রনিক ভোটিং মেশিনে এই ফলাফল দিতে সর্বোচ্চ এক-দুই ঘণ্টার বেশি লাগার কথা নয়।‘

বিএনপি কেন্দ্রদখলসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘পদ বাঁচাতে তিনি নিজের বাসায় অবরুদ্ধ অবস্থায় অনলাইনে সংবাদ সম্মেলন করে এমন কথা বলেছেন। আসলে আওয়ামী নেতারা আত্মমুগ্ধ, চাটুকারদের প্রতি খুব বেশি সংবেদনশীল। যে কারণে তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে শুধু ক্ষমতার রুটির ভাগের জন্য।‘

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চসিক নির্বাচনকে একটি অনিয়মের মডেল বলে মতামত দিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে, তাও এরকম অনিয়মের মডেল অনুসরণ করেই হবে।‘

Advertisement
Share.

Leave A Reply