fbpx

গর্ভপাতে বৈধতা দিল আর্জেন্টিনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর্জেন্টিনায় গর্ভপাতের বৈধতা দিয়ে পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। কংগ্রেসের ভোটাভুটিতে বুধবার ঐতিহাসিক এই বিল পাশ হয়। বিলটির পক্ষে পড়েছে ৩৮টি ভোট আর বিপক্ষে ২৯টি। অনুপস্থিত ছিলেন একজন।

আইনে বলা হয়, গর্ভাধারণের ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত বৈধ হবে। স্থানীয় ক্যাথলিক গির্জার সমালোচনা উপেক্ষা করেই আইনটি পাস করা হয়েছে।

এ সময় হাজারো মানুষ এসে পার্লামেন্ট চত্বরে জড়ো হন। ‘হাসপাতালে বৈধ গর্ভপাতের’ স্লোগান দেন তারা। উপস্থিত ছিলেন গর্ভপাতবিরোধীরাও। বিলটি বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন তারাও। যদিও আইনটি নিয়ে দেশটির বিভিন্ন মহলে বিভক্তি দেখা দিয়েছে।

এখন পর্যন্ত শুধু ধর্ষণের কারণে গর্ভধারণ করা মায়েদের ক্ষেত্রে গর্ভপাত বৈধ করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক জন প্যাপিয়ার বলেন- ‘একটি ক্যাথলিক দেশে এই আইন পাস করা একটি বড় ঘটনা। এতে নারী অধিকার আরও জোরদার হবে।’

লাতিন আমেরিকার যে কয়টি দেশ গর্ভপাতের বিরুদ্ধে, তার মধ্যে আর্জেন্টিনা অন্যতম। দেশটিতে গর্ভপাত করলে অনেক নারী মামলার মুখোমুখি হন।

Advertisement
Share.

Leave A Reply