fbpx

গাজা সীমান্তে শক্তি বাড়িয়েছে ইসরাইল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজা সীমান্তে অতিরিক্ত ট্যাংক ও সেনা মোতায়েন করছে ইসরাইল। বাতিল করা হয়েছে সব সেনাদের ঈদের ছুটি।
ইসরাইলের এমন পদক্ষেপ, গাজা উপত্যকায় স্থল অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

গত সোমবার থেকে দফায় দফায় নির্বিচারে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। পবিত্র লাইলাতুল কদরের রাতেও আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর হামলা চালানো হয়।

গাজা উপত্যকায় গত কয়েক দিনে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন চারশতাধিক ফিলিস্তিনি।  হামাস ও ইসরাইলের পক্ষ থেকে পাল্টাপাল্টি আক্রমণ চলমান রয়েছে। অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দাবি করেছে তেল-আবিব।

বিমান হামলার পাশাপাশি গাজা সীমান্তে অতিরিক্ত সাত হাজার রিজার্ভ ফোর্স তলব করেছে ইসরাইল। মোতায়েন করা হয়েছে ট্যাংক। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হিদাই জিলবারম্যান বলেন, রিজার্ভ ফোর্সের অর্ধেক সদস্য আকাশ প্রতিরক্ষা, গোলন্দাজ এবং মেডিক্যাল ইউনিটের হয়ে কাজ করবে।

গাজায় চলমান সহিংসতার বন্ধে দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

 

Advertisement
Share.

Leave A Reply