fbpx

ঘূর্ণিঝড় মোখার প্রভাব ঢাকায় পড়ার সম্ভাবনা নেই!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত দুই তিন দিন ধরে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা রয়েছেন সর্বোচ্চ ঝুঁকিতে। সকলেই তাই খোঁজ নেয়ার চেষ্টা করছেন কখন ও কোথায় আঘাত হানতে পারে অতি প্রবল এ ঘূর্ণিঝড়।

তবে এর মাঝেই রাজধানী বাসির জন্য অনেকটা সস্ত্বির বার্তা শুনালো আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৪ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূণিঝড় মোখা ইতিমধ্যে কক্সবাজার- উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। এর ফলে ঘূর্ণিঝড়টির প্রভাব রাজধানীতে পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তরিকুল নেওয়াজ বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব অনেক। সুতরাং ঘূর্ণিঝড়টির প্রভাব ঢাকায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই। সেজন্য আমরা ঢাকার নদীতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি। অতি প্রবল ঘূর্ণিঝড়টির মূল অংশ আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ যখন কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করবে, তখন ঢাকাতেও বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের সঙ্গে হালকা দমকা হাওয়াও থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি  আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

Advertisement
Share.

Leave A Reply