fbpx

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখতে পেয়েছেন অনেক মুসল্লিরা। তাদের মাধ্যমে কয়েকটি জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।

বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোজা পালন শুরু হয়েছে। রোববার (১০ মার্চ) সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিয়াম সাধনা শুরু হয়েছে। রোজার কর্মযজ্ঞ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে।

Advertisement
Share.

Leave A Reply