fbpx

চিকিৎসাধীন ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানী ঢাকাসহ সারাদেশে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী রোগ ডেঙ্গু। চলতি সেপ্টেম্বর মাসে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। সেপ্টেম্বরে পেরিয়েছে মাত্র ১৯ দিন। এর মধ্যেই এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৩ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

 

ডেঙ্গুতে গত আগস্টে সবচেয়ে বেশি ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস জুলাইয়ে এ রোগে প্রাণ হারান ২০৪ জন। এছাড়া জুন মাসে মৃত্যু হয়েছে ৩৪ জনের। মূলত জুন থেকেই সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ২৭ রোগী।তাদের মধ্যে দুই হাজার ১৭৮ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

চিকিৎসাধীন ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ৮১৪ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ৯৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৮ হাজার ৮১৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন। ঢাকায় ৭০ হাজার ৫৮৪ এবং ঢাকার বাইরে ৯২ হাজার ২৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement
Share.

Leave A Reply