fbpx

ছিন্নমূল শিশুদের জন্মনিবন্ধন সনদ চেয়ে আদালতে রিট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে সকল ছিন্নমূল শিশুদের জন্ম নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা চেয়ে আদালতে রিট দায়ের করেছে ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (১২ জুন) সংগঠনের পক্ষ থেকে ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টে এ রিট দায়ের করেন।

তিনি বলেন, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। এই রিটে নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদফতর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এছাড়া রিটে এ সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ২ লাখের বেশি ছিন্নমূল শিশু রয়েছে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই। ফলে পদে পদে এসব শিশুদের ভোগান্তিতে পড়তে হয়। জন্মসনদ না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই এসকল শিশু স্কুলে ভর্তি হতে পারে না। এছাড়া তারা অনেক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়।

Advertisement
Share.

Leave A Reply